বরিশালে কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ পুলিশের আয়োজনে দিনটি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ সাইফুল ইসলাম ও বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জামিল হাসান। সকালে পৃথক পৃথকভাবে নগরীর সদর রোডের সার্কিট হাউজের সামনে থেকে র্যালী দুটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা করে অনুষ্ঠান শেষ হয়। এতে পুলিশ প্রশাসনসহ নানা শ্রেনী পেশার লোক অংশগ্রহণ করেন।