‘রুখে দাঁড়াও বাংলাদেশ সাম্প্র দায়িক সন্ত্রাসের বিরুদ্ধে’ এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে দলমত নির্বিশেষে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভা যাত্রার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে পৌর মঞ্চে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সরদারমু. কাহ-আলম সরদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহীন শাহ।
এছাড়া আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামালীগের সাধারণ সম্পাদক মাও. মো. আলাউদ্দিন, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাও. গোলাম মস্তফা, উপজেলা জমিয়াতুল মোদাচ্ছেরীনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাও.মো.মিজানুর রহমান, কোটখালী ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. মো.নজির আহম্মেদ খান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক তপন বিশ^াস, শ্রম বিষয়ক সম্পাদক মো. হারুন অর রশিদ, প্রচার সম্পাদক কাওসার আহম্মেদ তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক মাও. মো. মনির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মু. ইুরুল ইসলাম ধলা, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, গলাচিপা বণিক সমিতির সাধারণ সম্পাদক তাপস দত্ত, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দির কমিটির সভাপতি দিলিপ কুমার বণিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, গলাচিপা শ্রী গুরু সংঘের সভাপতি অসিম কর্মকার, সাংগঠনিক সম্পাদক সুখরঞ্জন কর্মকার প্রমুখ।
সমাবেশ শেষে এক শান্তি শোভাযাত্রা বেরকরাহয়। শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
সমাবেশে বক্তারা সাম্প্রদায়িক সৌহার্দপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। সাম্প্রদায়িক উগ্রবাদীরা যাতে কোন প্রকাওে ধর্মীয় সম্প্রীতির বন্ধনে আঘাত হানতে না পারে সেজন্য দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করার জন্য সকলের প্রতি উদাত্ত আহŸান ও জানান বক্তারা।