পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন মুরাদনগর এলাকা র্যাব-৮ অভিযান পরিচালনা করে মোঃ তাজউদ্দিন হাওলাদার(২৫) নামের একজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে।
বুধবার (২০ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা ১৬০ (একশত ষাট) গ্রাম কথিত গাঁজাসহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হলো গলাচিপার ০৯নং ওয়ার্ডের গ্রামমর্দন এ গ্রামমর্দন এলাকার মৃত জয়নাল হাওলাদার এর ছেলে মোঃ তাজউদ্দিন হাওলাদার(২৫)।
আরও পড়ুন- স্ত্রীর মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার জনাব মোঃ শহিদুল ইসলাম, (এস), পিসিজিএমএস, বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী জেলার গলাচিপা থানাধীন মুরাদনগর এলাকা অভিযান পরিচালনা করে গাঁজা ব্যবসায়ী মোঃ তাজউদ্দিন হাওলাদার(২৫) গ্রেফতার করা হয়। আসামীকে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে র্যাব বাদী হয়ে পটুয়াখালী জেলার গলাচিপা থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।