April 28, 2025, 3:00 pm

বাউফলে জেল হত্যা দিবস পালিত

বাউফল প্রতিনিধি :
বাউফলে জেল হত্যা দিবস পালিত
বাউফলে জেল হত্যা দিবস পালিত

পটুয়াখালীর বাউফলে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়।

স্বাধীনতার মহান স্থপতি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, মুক্তিযোদ্ধা সংগঠক,জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে আলোচনা সভা ও দোয়া মিলাদের আয়োজন করেন বাউফল উপজেলা আওয়ামীলীগ। ৩ নভেম্বর সকাল ১০টায় উপজেলা আওয়ামীলীগের কার্যালয় জনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামচুল আলম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোশারফ হোসেন খাঁন উপজেলা ভাইস চেয়ারম্যান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ার হোসেন বাচ্চু সাংগঠনিক সম্পাদক উপজেলা আওয়ামীলীগ, রিয়াজুল ইসলাম শিকদার সাধারন সম্পাদক উপজেলা সেচ্ছাসেবকলীগ,ইব্রাহিম খলিল সাংগঠনিক সম্পাদক উপজেলা যুবলীগ।

শামসুল কবির নিশাতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এনায়েত খান সানা,উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক মামুন খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুল হাসান রুবেল প্রমুখ।সভায় ভার্চুয়াল বক্তব্য দেন, জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আ স ম ফিরোজ এমপি।এবং সবশেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মিলাদের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা