বরিশালে প্রথমবার নারীদের জন্য আয়োজন করা হলো আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। নারী সংগঠন মানবী’র উদ্যোগে ”স্বনির্ভর মানবী” প্রজেক্টের আওতায় আজ সকালে প্রাকটিকাল ক্লাসের মাধ্যমে শেষ হল নারীদের জন্য ৩ দিন ব্যাপী আলোকচিত্র প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষক হিসেবে ছিলেন আন্তজার্তিক পুরস্কারপ্রাপ্ত আলোকচিত্রী ও ড্রীমি ম্যাট্রিমনির আলোকচিত্র বিভাগের প্রধান মেহেদী হাসান শুভ। উক্ত কর্মশালায় অংশগ্রহন করেন প্রায় ১৫ জন তরুনীরা। আলোকচিত্রের প্রাথমিক বিষয়বস্ত এবং কিভাবে একজন নারী আলোকচিত্রী হিসেবে ক্যারিয়ার গঠন করতে পারেন সে সম্পর্কে জেনেছেন শিক্ষার্থীরা। প্রশিক্ষণ কর্মশালা শেষে সকল সকলকে সনদপত্র প্রদান করা হয় মানবীর পক্ষ থেকে।