জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের বরিশাল বিভাগীয় পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়েছে। আজ দুপুরে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আউটার স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোহাম্মদ শওকত আলী। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিড়া পরিদপ্তর সহযোগিতায় এবং বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা ক্রীড়া অফিস বরিশালের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মোঃ পারভেজ হাসান। বিশেষ অতিথি ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা ক্রিড়া কর্মকর্তা সাইদুল ইসলাম শুভ, জেলা ফুটবল অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিলনসহ আমন্ত্রিত অতিথিরা। টুর্নামেন্টে বরিশাল বিভাগের ছয়টি বালক ও ছয়টি বালিকা দল অংশগ্রহণ করছে। আগামী চার নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।