January 15, 2025, 8:10 am

শেখ রাসেলের জন্মদিনে গলাচিপায় নানা আয়োজন

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী)
শেখ রাসেলের জন্মদিনে গলাচিপায় নানা আয়োজন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮তম জন্মদিনে পটুয়াখালীর গলাচিপায় নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে যোদ্ধা নিবেদন, আলোচনা সভা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন করা হয়েছে।

সোমবার সকাল ৮টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেলের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে সেখানে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে ও সহকারি কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম।

এসময় গলাচিপা থানার অফিসার ইনচার্জ এমআর শওকত আনোয়ার ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, প্রাথমিক শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা আবুবকর শিবলী, সমাজসেবা অফিসার মো. অলিউল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে প্রধান অতিথি শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এর পরে তিনি বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নে তাল গাছের চারা বিতরণ করেন।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা