বিশ্ব শিশু দিবস উপলক্ষে খেলাঘর বরিশাল জেলা কমিটির উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। সোমবার বিকেলে নগরী ও বানারীপাড়ায় খেলাঘররর শাখা আসর সমূহ কর্মসূচি পালন করে। ” শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যতের বিশ্ব গড়ি “প্রতিপাদ্যকে ধারণ করে খেলাঘর বরিশাল জেলার আওতাধীন রক্তঝুমুর, মুক্তবিহঙ্গ, শুকতারা, ছায়াঘেরা, মুক্তকুঞ্জ, মুকুলমিলন, জাগৃহী, চারণ, নতুন মুখ, বঅগ্নিবীনা খেলাঘর আসরের আয়োজনে বিশ্ব শিশু দিবস অনুষ্ঠান মালা ২০২৩ আয়োজন করা হয়। আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা,আবৃত্তি প্রতিযোগিতা, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষাপোকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসুচিতে সহস্রাধিক শিশু অংশগ্রহণ করে।