February 8, 2025, 10:37 pm
শিরোনাম :
পটুয়াখালী ৪ সংসদীয় আসনে প্রার্থী  ঘোষণা করেছে জামায়াত পঞ্চগড়ে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত আড়াই ঘণ্টা পর ডিসির আশ্বাসে অনশন ভাঙলেন সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সদস্যরা সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ড শেষে কারাগারে গলাচিপায় মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হত্যার পর লাশ গুমের মামলায় তিনদিনের রিমান্ডে সাবেক রেলমন্ত্রী সুজন ঘন কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০.৭ ডিগ্রি আন্দোলনের যোদ্ধা ফাতেমা হারতে বসেছেন জীবনযুদ্ধে মেধার জোরেই মেডিকেলে ভর্তির সুযোগ পেলেন কৃষকের মেয়ে ফারজানা বাফুফের ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরহাদ হোসেন আজাদকে গণসংবর্ধনা

গলাচিপার বকুলবাড়িয়ায় আবুল হোসেনের গণসংযোগ, পথসভা ও মতবিনিময় সভা

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী);

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বকুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ, পথসভা, মতবিনিময় সভা ও আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্রের লিফলেট বিতরণ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন এনডিসি, পিএসসি, পিইঞ্জিনিয়ার।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে আবুল হোসেন বকুলবাড়িয়া ইউনিয়নের বটতলা বাজার এবং পাতাবুনিয়া বাজারে গণসংযোগ ও পথসভা করেন। তিনি বিকালে কালুখা ফকিরের বাজারে গণসংযোগ ও পথসভা করেন। পরে সন্ধ্যায় তিনি লামনা বাজারে গণসংযোগ ও লামনা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে মতবিনিময় সভা করেন।

আরও পড়ুন – গলাচিপায় আবুল হোসেনের গণসংযোগ এবং শেখ হাসিনার জন্মদিনে দোয়া কামনা

পথসভা ও মতবিনিময় সভায় আবুল হোসেন বলেন, ‘শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার। শেখ হাসিনার সরকার গরীব-দুঃখী-মেহনতী মানুষের সরকার। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশে^ উন্নয়নের রোল মডেল। বাংলাদেশ বিশে^র বিস্ময়। বাংলাদেশের যত উন্নয়ন সবই বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন আওয়ামী লীগের অবদান। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে উন্নয়নের জোয়ারে ভাসছে। দক্ষিণের পদ্মা সেতু, পায়রা সমুদ্র বন্দর, পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং দক্ষিণের উপকূলীয় অঞ্চলে অর্থনৈতিক অঞ্চল (ইপিজেট), ব-দ্বীপ প্লানসহ অনেক মেগা প্রকল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণাঞ্চলের এই উন্নয়নে নিজেকে সম্পৃক্ত করে গলাচিপা ও দশমিনার গণমানুষের ভাগ্যোন্নয়নে আমি কাজ করতে চাই। নৌকার কান্ডারী হয়ে আপনাদের দোয়া ও ভালবাসা নিয়ে নদীবেষ্টিত এলাকার অবহেলিত মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে কাজ করতে চাই। শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

আরও পড়ুন – পটুয়াখালী-৩ আসনে শেখ হাসিনার শ্রেষ্ঠ আবিস্কার লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন

এ সময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও গলাচিপা উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো.দুলাল চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সহ-সভাপতি ও গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, পানপট্টি ইউপি চেয়ারম্যান আবুল কালাম, গলাচিপা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম ধলা, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মেলকার, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. বাহাদুর হাওলাদার প্রমুখ। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পথসভা ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

<script async src=”https://pagead2.googlesyndication.com/pagead/js/adsbygoogle.js?client=ca-pub-5883135375651571″
crossorigin=”anonymous”></script>


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা