গাজীপুরের টঙ্গী হতে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
সোমবার দিবাগত মধ্যরাতে টঙ্গীর মধ্য আউচপাড়া মোল্লা বাড়ি এলাকা থেকে তাদের ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দেওয়ারগঞ্জ থানার উত্তর কলিকাপুর এলাকার মো. রমজান সরদার (২২), একই জেলার জামালপুরের বকশীগঞ্জ থানার বাটাজোর এলাকার মো. নুরনবী (২৭) এবং মো. সুমন মিয়া (২২)।
আরও পড়ুন- পাথরঘাটায় রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করলো পুলিশ
টঙ্গী পশ্চিম থানার উপ-পরিদর্শক আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় আউচপাড়া মোল্লা বাড়ি এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি তিনজনকে আটক করা হয়। তাদের কাজ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে টঙ্গীসহ আশেপাশের এরাকায় মাদক ব্যবসা করে আসছিলো হলে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।