বরগুনায় বাংলাদেশ রিপোটার্স ক্লাবের জেলা কমিটি গঠন করা হয়েছে।
গত বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ রিপোটার্স ক্লাবের কেন্দ্রীয় সচিব মফিজুর রহমান সোহেলের স্বাক্ষরিত অনুমোদনে ১৬ সদস্য বিশিষ্ট বরগুনায় জেলা কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন – বরগুনায় সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ অধীন উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত
এ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
দৈনিক যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি তরিকুল ইসলাম রতন কে সভাপতি এবং দৈনিক মুক্ত খবর পত্রিকার জেলা প্রতিনিধি রুহুল আমিন কে সাধারন সম্পাদক করে ১৬সদস্য বিশিষ্ট একটি জেলা কমিটি গঠন করা হয়।
আরও পড়ুন – মৃত্যুর রহস্য উন্মোচন করতে ৩৫ দিন পর গৃহবধুর লাশ উত্তোলন
এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শহিদুল ইসলাম রিপন–সিনিয়র সহ-সভাপতি (দৈনিক স্বাধীন সংবাদ ), সজিব মিয়া -সহ সভাপতি (এশিয়ান টেলিভিশন) মিরাজ খান – যুগ্ম -সাধারণ সম্পাদক (দৈনিক স্বদেশ প্রতিদিন) আসাদুল হক সবুজ – সাংগঠনিক সম্পাদক (দৈনিক বাংলা৭১), শাহাদাত হোসেন -সহ-সাংগঠনিক সম্পাদক (দৈনিক মানবকন্ঠ ) এইচ এম রাসেল –দপ্তর সম্পাদক (দৈনিক ভোরের ডাক), মো, রাসেল–প্রচার সম্পাদক (দৈনিক মতবাদ) সাইফুল ইসলাম –অর্থ বিষয়ক সম্পাদক (মুভি বাংলা টিভি) রাসেল হোসেন( ছগির)-সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (পল্লী টিভি), নাঈম ইসলাম হাইরাজ- সাংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক (দৈনিক কালবেলা) নুরুল আমিন – তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক (দৈনিক সময়ের কন্ঠ),এইচ এম ফোরকান মাহমুদ –নির্বাহী সদস্য (দৈনিক প্রানের বাংলাদেশ),মেহেদী হাসান অপু- নির্বাহী সদস্য (দৈনিক সংবাদ প্রতিদিন), রাজু রাযহান -নির্বাহী সদস্য (দৈনিক শেষ কথা )।