পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব নলুয়াবাগী খেয়াঘাট এলাকায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলায় পিতা পুত্র আহত।
ঘটনাটি ঘটে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষে মিজানুর খানঁ গংদের হামলায় ইউনিভার্সিটির ছাত্র হাসান খানঁ এবং তার পিতা আবদুল খলিল খান গুরুতর আহত হয়।
আরও পড়ুন- নিত্যপণ্যের মতোই বিক্রি হচ্ছে কিডনি
আহতরা জানান, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টায়। বেসরকারি একটি প্রতিষ্ঠানে কর্মস্থল থেকে ছুটিতে বাড়িতে এসে জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করতে যান ইউনিভার্সি টির ছাত্র হাসান। এতে পূর্ব শত্রুতা ও পরিকল্পনা অনুযায়ী মিজানুর খান (৪৭) লোহার রড নিয়ে হামলা চালায়। পরে মিজানুরের ডাকে ছোবাহান খান (৪৫), সেলিম খান (৪২), আসলাম খান (৩০), সাব্বির খান (২৫) সহ আরো কয়েক জন মিলে চাষাবাদে বাধা প্রদান করে এবং দেশিও অস্ত্র নিয়ে হামলা চালায় এতে করে বাদী হাসান খান এবং তার পিতা আবদুল খলিল খান গুরুতর আহত হয় বলে আহতরা গণমাধ্যমকে জানান।
এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। বর্তমানে গলাচিপা হাসপাতালে ভর্তি করান। এবিষয়ে ভুক্তভোগী হাসান খান বলেন বহুদিন যাবত ভূমিদস্যু মিজানুর খান তাদের জমি জোরদখল করে খেয়ে আসছে। এবিষয়ে অনেক বার শালিস বৈঠক হলেও তারা তা মানেনা। পরে গলাচিপা ভূমি অফিসে গিয়ে জানালে তারা কাগপত্র দেখে ২০২২ সালের ডিসেম্বর মাসে গলাচিপা ভূমি অফিসের সরকারি সার্ভেয়ার এসে এই জমি মেপে বুঝিয়ে দিয়ে যায়। আমাদের সকল কাগজপত্র থাকায় জমিতে চাষাবাদ করতে যাই। এতেই তারা দেশিও অস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা চালায়।
আরও পড়ুন- গলাচিপায় নানা আয়োজনে শেষ হলো জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা ২০২৩
এবিষয়ে অভিযুক্ত মিজানুর খাঁ’য়ের কাছে জানতে চাইলে মুঠোফোনে জানান, স্থানীয় শালিসি ব্যবস্থায় প্রয়োজনীয় কাগজপত্র যোগার করতে পারনি, সময় চেয়েছিলাম, তাই নিজেদের জমি দাবী করে চাষাবাদে বাধাঁ দিয়েছি বলে স্বীকার করেন।
আহত হাসান ও তার পিতা খলিল খাঁ বলেন, চাষাবাদের সময়ে আমার ছেলের উপর হামলা হয়, তাকে বাচাঁতে গেলে আমার উপরেও হামলা করে। এই হামলার পূর্বেও করেছে, তাদের এই হামলা মামলা, হুমকি ধমকি এখন নিত্যকার ।
এবিষয়ে গলাচিপা থানায় একটি অভিযোগ দেয়া হলেও কোন সুফল মেলেনি। এখন আবার তার এই হামলা চালায়। এই হামলায় ন্যায় বিচার চেয়ে ২০ সেপ্টেম্বর বুধবার গলাচিপা চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দ্বারস্থ হয়েছেন বলে ভূক্তভোগীরা জানান।