পটুয়াখালীর গলাচিপায় বর্ণাঢ্য আয়োজন ও বৈরী আবহার মধ্যদিয়ে শেষ হলো ‘সেবা ও উন্নতির দক্ষ রুপকার,উন্নয়নে- উদ্ভাবনে স্থানীয় সরকার’ এই শ্লোগানে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা ২০২৩।
এ উপলক্ষে ১৭ সেপ্টেম্বর রবিবার গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল কলেজ ও সুশীল সমাজের অংশগ্রহণে র্যালীর শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মু. সাহিন তিন দিনের এ মেলার শুভ-উদ্বোধন করেন।
উল্লেখ্য উপজেলা চত্তরে সরকারের বিভিন্ন দপ্তরের মোট ১৪ টি স্টোল প্রদর্শনীতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলায় সরকারের বর্তমান এবং চলমান উন্নয়নের চিত্র তুলে ধরা হয় হয়।
মেলার প্রথম দিনে সরকারি দিঘীতে সাতার ও হাঁস ধরা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিনে মেলার প্রাঙ্গণে বিভিন্ন সুনাগরিক বৃন্দদের উপস্থিতিতে দিনভর পর্যালোচনা করা হয়। তৃতীয় ও সমাপনী দিনে দুপুরে হাডুডু খেলার প্রতিযোগীতা থাকলেও বৈরী আবহাওয়াগত কারনে তা স্থগিত করে দেয়া হয়। পরে ১৯ সেপ্টেম্বর মোঙ্গলবার সন্ধা সাড়ে ছয়টার দিকে গলাচিপা থিয়েটার ও চাঁদেরহাট সংস্কৃতি দলের আয়োজনে এর স্কুল কলেজের শিক্ষার্থীদের অংশ গ্রহনে এক মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান সহ মঞ্চনাটক অনুষ্ঠিত হয়।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিন আল- হেলাল, ও মিসেস ইউএনও ডাঃ জান্নাতুল নাঈম, মোঃ সাঈফুল ইসলাম সহকারী কমিশনার ( ভূমি), উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম (এলজিইডি), প্রকৌশলী মোঃ আরিফ হোসেন ( ত্রান ও দূর্যোগ মন্ত্রণালয়), সহ উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সুধীমহল উপস্থিত ছিলেন। সন্ধানুষ্ঠান শেষে উন্নয়ন মেলার বিভিন্ন ইভেন্টের প্রতিযোগী বিজয়ীদের মাঝেঁ পুরুস্কার বিতরণ করা হয়।