পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নে কর্মী সভা ও গণসংযোগ করেন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন।
শনিবার বেলা ১১টায় বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৮ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত বাড়ি সংলগ্ন দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন। এতে সভাপতিত্ব করেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন আলতাফ পঞ্চায়েত।
বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ সদস্য ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিকদার গোলাম মোস্তফা, দশমিনা উপজেলার অবসরপ্রাপ্ত সেনাকল্যাণ এসোসিয়েশনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সরোয়ার কামাল, দশমিনা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম হিরণ, দশমিনা উপজেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মু. মামুন আজাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ দক্ষিণের সহ-সভাপতি ও গলাচিপা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, বাঁশবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ফরিদ উদ্দিন প্রমুখ। এছাড়াও দশমিনা উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে সকালে আবুল হোসেন বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাজারে দলীয় নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন। কর্মী সভায় আবুল হোসেন বলেন, ‘বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বিশ্ব মানবতার জননী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ঘোষণা দিয়েছেন। আর এ ঘোষণা বাস্তবায়ন করতে হলে আওয়ামী লীগ সরকারকে আবারো ক্ষমতায় আনতে হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করতে হবে। আওয়ামী লীগ সরকারের সকল উন্নয়ন চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে। নৌকার ভোট বাড়ানোর জন্য তৃণমূল আওয়ামী লীগের নতাকর্মীদেরকে সাধারণ মানুষের দোরগোরায় গিয়ে শেখ হাসিনা সরকারের অভূতপূর্ব সাফল্যের কথা বলতে হবে।’
আরও পড়ুন– দশমিনায় আইনজীবীদের সাথে মতবিনিময়, কর্মীসভা ও গণসংযোগ করলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন