পটুয়াখালীর গলাচিপায় শিশুদের বিরুদ্ধে সহিংসতা (বাল্যবিবাহ সহ) প্রতিরোধের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে একটি বেসরকারি সংস্থা সুশিলনের আয়োজনে জনসম্পৃক্তকরণ ও সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মোট ২৮জনকে প্রশিক্ষন দেওয়া হয়।
সুশিলনের প্রজেক্ট কো-অর্ডিনেটর (কৃষি) রেখা ইয়াসমিনের সভাপতিত্বে ও রিপোর্ট এন্ড মনিটরিং অফিসার সজিব রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা মেডিকেল অফিসার ডা. তুষার আহম্মেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোখলেছুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জেবাদুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা সহকারী সমাজসেবা অফিসার মো. সাইফুল ইসলাম সাইউম, সংস্থার প্রজেক্ট অফিসার মারুফা সুলতানা, কমিউনিটি মবিলাইজার মো. তুহিন খান প্রমুখ।