December 7, 2024, 5:49 pm

কক্সবাজারে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত-৭

Reporter Name
কক্সবাজারে মাইক্রোবাস খাদে পড়ে শিশুসহ নিহত ৭

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে শিশুসহ একই পরিবারের সাতজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও একজন।

রোববার সকাল ১১টার দিকে উপজেলার বাঁশখালীমুখী ভেণ্ডিবাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- চকরিয়া উপজেলার জুলাহাজরা ইউনিয়নের মালুমঘাট ৮নং ওয়ার্ড নতুনপাড়া গ্রামের রাম মাস্টারের ছেলে রতন বিজয় দে (৫৫) ও তার স্ত্রী মধুমিতা দে (৪৮), ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড পুকপুকুরিয়া গ্রামের মো. ঈসমাইলের স্ত্রী হাজেরা বেগম (৫৫)। বাকী নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

আরও পড়ুন- পটুয়াখালীর মহিপুরে র‌্যাবের হাতে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের বলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা গাড়ির ভেতর থেকে আরোহীদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক সাতজনকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা