December 8, 2024, 2:33 am

গলাচিপায় ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী)
প্রশিক্ষণ কোর্স

পটুয়াখালীর গলাচিপায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন রাজস্ব বাজেটের আওতায় ২০২১-২০২২ অর্থবছরের বেকার যুব ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি মূলক ৭দিন মেয়াদী অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্স এর আয়োজন করা হয়েছে।

শনিবার বিকাল ৪টায় উপজেলার গোলখালী ইউনিয়নের ছোট গাবুয়া মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব উন্নয়নের গোলখালী ইউনিট টিম লিডার মো. নাসির উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কোর্স এর উদ্বোধন করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলী আজগর, শিক্ষা তথ্য পত্রিকার বার্তা সম্পাদক মো. নজরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য মোসা. কাশমীরী আক্তার ঝুমুর প্রমুখ।

প্রশিক্ষকের দায়িত্বে ছিলেন মোসা. নওরীন জাহান উর্মী ও মোসা. হালিমা আক্তার। ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত এ কোর্সে মোট ৯০জন বেকার যুব ও যুব মহিলাদেরকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রতিদিন প্রত্যেককে ১০০টাকা করে মোট ৭০০টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়া প্রশিক্ষণ শেষে প্রত্যেককে সনদ প্রদান করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা