December 7, 2024, 3:48 pm

দুর্গম চরে জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধা জানালেন লেফটেন্যান্ট জেনারেল (অব,) আবুল হোসেন

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর দশমিনায় দুর্গম চরে জাতির পিতাকে বিনম্র শ্রদ্ধা জানালেন সাবেক বিজিবির মহাপরিচালক এবং রাষ্ট্রপতির সামরিক সচিব লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন। তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

শনিবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ চর বোরহান উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রঙ্গণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে আবুল হোসেন অংশগ্রহণ করেন। সন্ধ্যায় তিনি চর বোরহান উদ্দিন ইউনিয়নের বাজারে গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় তিনি ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ডের ঘৃণিত ইতিহাস জনসম্মুখে তুলে ধরেন এবং বিনম্র শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন।

আরও পড়ুন – তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানালেন লেফটেন্যান্ট জেনারেল (অব,) আবুল হোসেন

পথসভায় আবুল হোসেন বলেন, ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল স্বাধীনতা বিরোধী এ দেশের বিশ্বাস ঘাতকরা। খুনিরা সেদিন বঙ্গবন্ধুকে হত্যা করেই খান্ত হয়নি। ওরা কুখ্যাত ইনডেমনেটি অধ্যাদেশ বিল তৈরি করে খুনিদেরকে বিদেশে দূতাবাসের চাকরি দিয়ে পুরষ্কৃত করেছে। বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। সেই স্বপ্ন তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। তবে তাঁরই রেখে যাওয়া সুযোগ্য কন্যা বিশ্ব মানবতার জননী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের জোয়ারে ভাসছে বাংলাদেশ। শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শীতার কারণেই বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে এসে দাঁড়িয়েছে। উন্নয়নের এই মহাকর্মযজ্ঞে আমি আপনাদের ভালবাসা নিয়ে দক্ষিণের ভাটির দেশের অবহেলিত মানুষের পাশে থেকে জনসেবা করতে চাই। স্বাধীনতা বিরোধী চক্ররা দেশের চলমান উন্নয়নের ধারাকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে। তাই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ওইসব ষড়যন্ত্রকারী এবং বিএনপি-জামাতের ধ্বংসাত্মক জালাও পোড়াও আন্দোলন-সংগ্রামকে প্রতিহত করতে হবে। ওরা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। বাংলার সাধারণ জনগণ ওদেরকে প্রত্যাখ্যান করেছে। তাইতো ওরা নির্বাচনকে ভয় পায়। ওরা অবৈধভাবে ক্ষমতায় আসতে চায়। ’৭৫ এর ১৫ আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে বঙ্গবন্ধুর লড়াকু সৈনিকরা এই বাংলার মাটিতে স্বাধীনতা বিরোধী ওই বিএনপি-জামাতকে অবৈধভাবে ক্ষমতায় আসতে দেবেনা। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন দশমিনা উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মঞ্জুরুল আলম হিরন, দশমিনা উপজেলার অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ এসোসিয়েশনের সভাপতি সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. সরোয়ার কামাল, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মেলকার, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য মো. বাহাদুর হাওলাদার, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা (বেসওয়া) ট্রাস্ট গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, গলাচিপা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম বাচ্চু প্রমুখ। এ ছাড়াও দশমিনা এবং গলাচিপা উপজেলার আওয়ামী লীগের নেতাকর্মী ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা