পটুয়াখালীর গলাচিপায় ৪০০ পিচ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ।
১৯ আগষ্ট শনিবার দুপুরে পৌরসভার ১নং ওয়ার্ডের তালেব আবাসন এলাকা থেকে রফিক উদ্দিন (৩৬) নামের ব্যক্তিকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্রে জানাযায়, আটককৃত ব্যক্তি কক্সবাজার উখিয়ার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্পের মরহুম আবুল হোসেনের পুত্র রফিক উদ্দিন FCN NO-165472, ব্লক নং-বি/১, রুম নং-৬৪, ৫০৪ (আন্তর্জাতিক)।
এবিষয়ে গলাচিপা থানার ওসি শোণিত কুমার গায়েন বলেন, পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম, এর দিক নির্দেশনায় মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে, সে অনুযায়ী আজ এসআই মোঃ আল-মামুন এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ইয়াবা সহ এক রোহিঙ্গাকে গ্রেফতার করেন।
আরও পড়ুন – গলাচিপায় নারী মাদক ব্যবসায়ীসহ আটক ২
পুলিশ আরও জানায়, আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তিনি শিকার করেন দীর্ঘদিন যাবত অবৈধভাবে কক্সবাজার জেলার উদিয়া থানাধীন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প হইতে বাহির হইয়া দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধ ইয়াবা (মাদকদ্রব্য ) ক্রয় বিক্রয় করে আসছেন।
গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু হয়, যার মামলার নং ১২/২৩।
রফিক উদ্দিন কক্সবাজারের উখিয়া থানার মাদক মামলার আসামী, বর্ণিত আসামী কক্সবাজার এর উদিয়া থানার এফআইআর নং-৯১ তারিখ- ২৫-০৯-২০২২, ধারা- ৩০২/৩৪ পিসি এর এজাহানামীয় আসামী।