পটুয়াখালীর গলাচিপায় জাতীয় শোক দিবস উপলক্ষে ৫০০ দূস্থ-অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১২ আগস্ট শনিবার সকাল ১০ টা থেকে উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহের উদ্যেগে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আয়োজিত এ চিকিৎসা সেবা কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটু, সহ-সভাপতি মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম শামসুদ্দিন সানু ঢালী, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলা চেয়ারম্যান মো. শাহিন শাহ বলেন, জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে সারা জীবন অসহায় ও দরিদ্র মানুষের সেবা করে যেতে চাই। আমরা পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়নে এ আগষ্ট মাসে অসহায় ও দূস্থ লোকজনকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।