পটুয়াখালীর গলাচিপায় দু’জন মাদক ব্যবসায়ীকে ইয়াবা ও গাজাসহ গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
১২ আগষ্ট শনিবার দুপুরে গলাচিপা থানাধীন আমখোলা ইউনিয়নের মুশুরিকাঠি ০৭ নং ওয়ার্ডস্থ মৃত মেছের হাং এর বাড়ীর সামনে হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ ফরিদ হাং(২৬), পিতা-মোঃ খলিল হাং, মাতা-মোসাঃ ফাতেমা বেগম, ২। মোসাঃ সাহিদা বেগম(২৪), স্বামী-মোঃ ফরিদ হাং, উভয় সাং-মুশুরিকাঠি, ০৭ নং ওয়ার্ড, ইউপি আমখোলা, থানা-গলাচিপা, জেলা-পটুয়াখালী।
প্রেস ব্রিফিংএ জানাযায়, পটুয়াখালী জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইদুল ইসলাম, বিপিএম, পিপিএম মহোদয়ের নির্দেশে, পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আহমাদ মাঈনুল হাসান মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, গলাচিপা থানা, পটুয়াখালী এর নের্তৃত্বে এসআই(নিঃ) ইমানুল ইসলাম ইমন ও এএসআই(নিঃ) মোঃ মশিউর রহমান ঘটনাস্থলে উপস্থিত থেকে এই মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তার করে।
তাদের কাছ থেকে ১(এক) কেজি গাঁজা ও ৩০(ত্রিশ) পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
আটকৃতদের নিয়মিত মাদক মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়।