পটুয়াখালীর গলাচিপা থানাধীন হারিদেবপুর হতে এক বছরের সাজাপ্রাপ্ত (ওয়ারেন্টভুক্ত) একজন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
২২ জুলাই (রবিবার) সন্ধ্যায় গলাচিপা থানাধীন হারিদেবপুর বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আঃ ছালাম তালুকদার নামের আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম আঃ ছালাম তালুকদার, পিতা- মৃত আঃ লতিফ তালুকদার, সাং- দক্ষিণ দুমকী, থানা- দুমকী, জেলা- পটুয়াখালী বলে জানাযায়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, র্যাব-৮, সিপিসি-১ (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল ২২/০৭/২০২৩ইং তারিখ জেলার গলাচিপা থানাধীন হারিদেবপুর বাজার এলাকায় সিআর-৭২০/১৬ (ঢাকা) , এনআই এ্যাক্ট এর ১৩৮ ধারায় এক বৎসরের সশ্রম কারাদন্ডে ও চেকের সমপরিমান ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা অর্থদন্ডে দন্ডিত মামলার পলাতক আসামী অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব তুহিন রেজা এর নেতৃত্বে আনুমানিক ১৯:০৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ঘেরাও পূর্বক আঃ ছালাম তালুকদার নামের একজন ব্যক্তিকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার দুমকী থানায় হস্তান্তর করা হয়।