December 8, 2024, 2:53 am

গলাচিপায় সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত, গুরুতর আহত-২

স্টাফ রিপোর্টার ; গলাচিপা

পটুয়াখালীর গলাচিপায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রায়াহান ঢালী (১৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলের অপর দুই আরোহী।

মঙ্গলবার সকাল নয়টায় গলাচিপা-পটুয়াখালী সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর পরই চালক আবদুর রহমান(৩৫) সহ পিকআপ ভ্যানটিকে আটক করেছে পুলিশ। মৃত রায়হান উপজেলার বাদুরা গ্রামের নিজাম ঢালীর ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসায় হাফেজী পড়তো।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রায়হান তার বড় ভাইকে নিয়ে গলাচিপা থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। এসময় তালতলা এলাকায় পৌছলে অপরদিক থেকে আসা দ্রুত গতির পিকআপ ভ্যানটির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রায়হানের মৃত্যু হয়। অপর গুরুতর আহত দুইজনকে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গলাচিপা থানার ওসি শোনিত কুমার গায়েন বলেন, চালকসহ গাড়িটি আটক করা হয়েছে। লাশ থানায় নিয়ে আসা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা