বরগুনায় নানা আয়োজনের মধ্যে দিয়ে ইপি’র এডমিন ও গ্রুপের পরিচালক রনি রহমানের শুভ জন্মদিন পালন করেছেন বরগুনার ইপি গ্রুপের সকল সদস্যবৃন্দ।
বুধবার সন্ধায় বরগুনা ফুড ভেলী চাইনিজ রেস্টুরেন্ট হলরুমে এই অনুষ্ঠান পালন করা হয়।
আয়োজনে ছিলেন- ইপি গ্রুপের বরগুনা জেলা প্রতিনিধি শিমু জাহান,সহকারী প্রতিনিধি তহুরা ইসলাম, সহকারী প্রতিনিধি রাভেয়া বিনতে রশিদ সহকারী প্রতিনিধি আশা গাজী, সহকারী প্রতিনিধি তন্নী খান,সহকারী প্রতিনিধি নুসরাত জাহান নিতু ও সহকারী প্রতিনিধি শফিকুল ইসলাম সহ অন্যান্য নেতৃবিন্দ।
এসময়ে ইপি গ্রুপের বরগুনা জেলা প্রতিনিধি -শিমু জাহান বলেন, নারী উদ্যেক্তাদের সুনির্দিষ্ট পরিকল্পনার মধ্যে দিয়ে গত ২৫ শে জানুয়ারি ২০২১ সালে রনি রহমানের হাত ধরে ইপি’র কার্যক্রম শুরু হয়। সেই থেকে এখন পর্যন্তু সুনামের সহিত ইপি’র কর্যক্রম চলমান রয়েছে।
তিনি আরও জানান,ইপি’র মাধ্যমে একটিভ উদ্যোক্তাদের জন্য বিভিন্ন উদ্যোক্তা বিষয়ক প্রশিক্ষণের ব্যবস্থা এখানে করা হবে৷ প্রতিটি থানা এবং জেলা ভিত্তিক উদ্যোক্তাদের জন্য জুম বা গুগুল মিটাপের মাধ্যমে উদ্যোক্তা বিষয়ক অনলাইন ক্লাসের ব্যবস্থা নেওয়া হবে৷পন্যের ফটোগ্রাফি, কন্টেন্ট রাইটিং এর উপরে কোর্স করানো সহ উপজেলা পর্যায়ের নারীদের নিজেদের প্রতিভার বিকাশ ঘটিয়ে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে সার্বিক সহযোগিতা করবেন আমাদের এই ইপি গ্রুপের পরিচালক রনি রহমান। আমরা সকলে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।