বরিশালে ইপি’র উদ্যেক্তা প্লাটফর্ম গ্রুপের সকল সদস্যদের নিয়ে সেলিব্রেশন এবং চায়ের আড্ডার আয়োজন করা হয়েছে। বরিশাল বিভাগে মোট ৫০ জন সদস্যদের নিয়ে এ মিলন মেলা অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার বিকাল তিনটায় বরিশাল আমতলা মোড় এলাকার ব্লাক কুইন চাইনিজ রেস্টুরেন্টে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপির সিনিয়র মডারেটর এবং বরিশাল বিভাগের উপদেষ্টা শারমিন সুলতানা,পটুয়াখালী জেলার প্রতিনিধি কাঁকন কর্মকার,ঝালকাঠি জেলার প্রতিনিধি পারভীন আক্তার মিলা,, সুলতানা,বরিশাল জেলার আন্চলিক গ্রুপ Independent girls group এর এডমিন F lima এবং বরিশাল জেলার প্রতিনিধি সালমা সুলতানা,সানিয়া সানি,সহকারী প্রতিনিধি মাহমুদা রুমা,মিতু রহমান,পিয়াল আহম্মেদ,মেহেদী হাসান এবং বরিশাল জেলার ৫০+ সদস্যরা।
এসময়ে সকল সদস্যবৃন্দ ইপি গ্রুপের পরিচালক রনি রহমানকে ধন্যবাদ ও কৃতঞ্জতা জানান।
ছোট ছোট নারী উদ্যেক্তাকে এতো বড় একটা প্লাটফর্ম তৈরি করে দেয়ার জন্য। সাথে ধন্যবাদ জানানো হয় বরিশাল জেলার প্রতিনিধি এবং সহকারী সকল প্রতিনিধিদের। যারা কষ্ট করে এতো বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন।