December 7, 2024, 8:58 pm

পাথরঘাটায় রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করলো পুলিশ

তরিকুল ইসলাম রতনঃ স্টাফ রিপোর্টার, বরগুনা
পাথরঘাটায় রাস্তার পাশ থেকে এক নবজাতক শিশুকে উদ্ধার করলো পুলিশ

বরগুনার পাথরঘাটায় রাস্তার পাশ দিয়ে কাগজের বাক্সের ভেতর থেকে এক ফুটফুটে নবজাতককে উদ্ধার করেছে পুলিশ।

গত বৃহস্পতিবার (২৩ শে সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে এ শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর শিশুটিকে চিকিৎসার জন্য পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, পাথরঘাটা পৌরসভার বিএফডিসি মৎস্য অবতরনকেন্দ্র সংলগ্ন রাস্তার পাশে দেয়ালের ওপর স্থানীয়রা একটি কাগজের কার্টন দেখতে পান।
এটি দেখে তাদের সন্দেহ হয়।

পরে এবিষয়টি পাথরঘাটা থানায় জানানোর পরে পুলিশ এসে কার্টনটি খোলে।
খোলার পর কার্টনের ভেতরে এক ফুটফুটে নবজাতককে তারা দেখতে পান।
নবজাতকের মুখ কসটেপ দিয়ে আটকানো ছিলো।

এবিষয়ে পাথরঘাটা থানার উপ পরিদর্শক আবদুল হালিম বলেন- আমরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে শিশুটিকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসার ব্যাবস্থা করি এবং বর্তমানে শিশুটি পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে বলেও তিনি জানান।

এবিষয়ে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) তোফায়েল আহমেদ সরকার জানান, উদ্ধার হওয়া শিশুটির পরিচয় নিশ্চিত করতে আমাদের সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। প্রাথমিকভাবে শিশুটিকে পুলিশ হেফাজতে হাসপাতালের শিশু কেয়ারে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা