আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক রাষ্ট্রপতির সামরিক সচিব এবং বিজিবি’র মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন বিএসপি, বিজিবিএম, এনডিসি, পিএসসি, পিইঞ্জিনিয়ারিং বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাধারণ মানুষের কাছে নৌকায় ভোট চাইলেন।
শুক্রবার (৫ মে) বিকালে দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া খায়গো বাড়ির পোল বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে গণসংযোগকালে পথসভায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন বলেন, ‘আমি আবুল হোসেন আপনাদেরই সন্তান। এই মাটির সন্তান। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীর উচ্চ পদে থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে সম্পৃক্ত থেকে দেশের জন্য কাজ করেছি। স্বর্ণপদকপ্রাপ্ত ইঞ্জিনিয়ার হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থা অর্জণ করে বর্হিবিশ্বেও কাজ করে দেশের সুনাম অক্ষুন্ন রেখেছি। সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল পদে থেকে অবসর নিয়েছি। এবার নিজ এলাকায় জনসেবা করার ইচ্ছা পোষণ করেছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমি গলাচিপা-দশমিনা আসনে আওয়ামী লীগের দলীয় মনোয়ন প্রত্যাশী। যদি আপনারা সুযোগ দেন তবে আপনাদেরকে সঙ্গে নিয়ে দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজ করতে চাই। দেশের ধারাবাহিক উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনা আজ বিশ্বে প্রশংসিত। বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’
আরও পড়ুন- ‘শেখ হাসিনার অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন
পরে আবুল হোসেন বহরমপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন আমতলা বাজার, আয়শা বাজার, কালু মোল্লা বাজার, নেহালগঞ্জ বাজার, মৃধার হাট বাজার, আদমপুরা বাজার ও আজমপুর বাজারে গণসংযোগ ও পথসভা করেন। এসময় তিনি বহরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম আলহাজ্জ্ব সাবেদ হোসেন মৃধা ও আজমপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্জ্ব হযরত মাওলানা আলাউদ্দিন হুজুরের কবর জিয়ারত করেন।
এসময় উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. দুলাল চৌধুরী, পানপট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম, গলাচিপা উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম ধলা, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস মেলকার প্রমুখ। এছাড়াও গলাচিপা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত সামরিক সেনাকর্মকর্তারা গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন।