পটুয়াখালীর গলাচিপায় পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় হারুন কাজি (৫৫) নামে একজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের নিম হাওলা গ্রামে এ ঘটনাটি ঘটে। হারুন ওই গ্রামের মৃত হাতেম কাজির ছেলে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে প্রেরণ করেন।
এ ঘটনায় আহতের ভাইয়ের ছেলে মো. সাকোয়াত কাজি (৩২) বাদী হয়ে ওই দিন রাতে গলাচিপা থানায় পলাশ তালুকদার (২৬), মোস্তফা তালুকদার (৪০), পারভেজ তালুকদার (৩৫) ও হানিফ মৃধার (৫৫) নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।
মামলার বাদী সাকোয়াত কাজি জানান, মঙ্গলবার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বাড়ির পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিপক্ষ পলাশ, মোস্তফা, পারভেজ, হানিফ একত্রিত হয়ে দা, লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষরা এলোপাথারীভাবে দা দিয়ে কুপিয়ে হারুন কাজির শরীরের বিভিন্ন অঙ্গ রক্তাক্ত জখম করে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে কুপিয়ে একজনকে জখম করার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদেরকে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।