December 7, 2024, 7:46 pm

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কমিটি ঘোষণা!সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন এ্যাড কামরুল আহসান মহারাজ

স্টাফ রিপোর্টার ; বরগুনা

মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উদ্বুদ্ধ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নতুন পুনর্গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী এই কমিটি’র “সাংগঠনিক সম্পাদক” মনোনীত হলেন বরগুনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির “সদস্য” মনোনীত হলেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল।

গত ১০ এপ্রিল ২০২৩ তারিখ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয় এবং গত ১৬ এপ্রিল শনিবার পুনর্গঠিত এই কমিটি ঘোষণা করা হয়।

পুনর্গঠিত এই সংগঠনের নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক (এমপি), কার্যকরী সভাপতি করা হয়েছে চিত্রনায়িকা রোজিনাকে।

সাধারন সম্পাদক মোঃ আহসান সিদ্দিকী ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে অ্যাড. কামরুল আহসান মহারাজকে।

এ বিষয়ে সাংগঠনিক সম্পাদক ও মেয়র এ্যাড কামরুল আহসান মহারাজ বলেন, আমি আশাবাদী, নবগঠিত এই কমিটি জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে বঙ্গবন্ধুকন্যার এগিয়ে যাবার পথকে নিরবচ্ছিন্ন করতে অনেক ভূমিকা রাখবে।

তিনি আরও জানান, সবাইকে একসঙ্গে কাজ করার লক্ষ্যে নতুন এ কমিটি দেয়া হয়েছে। এ কমিটির মাধ্যমে সংগঠনের কাজের গতি আরো বেগবান হবে বলে আমি আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা