December 8, 2024, 6:34 am

বরগুনায় ৭৫০ টাকার গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি

স্টাফ রিপোর্টার ; বরগুনা

বরগুনা পৌর শহরে পবিত্র মাহে রমজাম উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যেগে নিম্ন আয়ের ও প্রান্তিক জনগোষ্ঠীর আমিষের চাহিদা মিটানো ও ক্রয়ক্ষমতা নাগালের মধ্যে রাখার উদেশ্যে ৭৫০ টাকার গরুর মাংস ৬৫০ টাকায় বিক্রি করা হয়েছে । সাথে মুরগী, ডিম ও দুধ সুলভ মূল্যে বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০ টার দিকে বরগুনার জেলা প্রশাসক মোঃ হাবিবুর রহমান এ বিক্রয় কেন্দ্রের শুভ উদ্ভোধন করেন।

এসময়ে বরগুনার পুলিশ সুপার মোঃ আবদুস ছালাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর কবীর ও বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কাওছার হোসেন ও জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন

উদ্ভোধনের পরে বিক্রয়কেন্দ্রে ক্রেতাদের ছিলো উপচে পরা ভীড়।

এসময়ে ক্রেতাদের মাঝে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, ডিমের হালি ৪০ টাকা, কক মুরগী ৩২০ টাকা ও দুধ লিটার ৫৫ টাকায় বিক্রি করা হয়।

এবিষয়ে ক্রেতারা জানান, বাজারমূল্যের চেয়ে অনেক কমদামে দুধ, মাংস ও ডিম কিনতে পেরে তারা অনেক খুশি।

প্রথমদিনে ১০০ কেজি গরুর মাংস,১০০০ টি ডিম,৫০ টি কক মুরগী ও ১০০ লিটার দুধ বিক্রি করা হয়।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমরা এই পদক্ষেপ হাতে নিয়েছি।
পুরা রমজান মাস জুড়ে বরগুনা পৌরসভায় আমাদের এই কার্যক্রম চলবে। এখানে স্বল্প আয়ের মানুষ ও দরিদ্র জনগোষ্ঠির মাঝে এসব বিক্রি করা হবে।
তিনি আরও জানান, প্রতিদিন দুই ঘন্টা করে আমাদের এসব কার্যক্রম চলবে। চাহিদা অনুযায়ী আমাদের বিক্রির পরিমান বাড়ানো হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা