December 7, 2024, 6:14 pm

পটুয়াখালীতে স্কুল ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামী গ্রেফতার

স্টাফ রিপোর্টার ; পটুয়াখালী

পটুয়াখালী সদর থানার বসাক বাজার এলাকা হতে এজাহার নামীয় প্রধান অপহরণকারী মোঃ রিয়াজ হাওলাদার (২২) গ্রেফতার করেছে র‌্যাব ৮,সিপিসি -১ (পটুয়াখালী)।

গত ২৮/১২/২০২২ ইং তারখি ভিকটিমের মা জনৈক মোছা রাহিমা বেগম পটুয়াখালীর দুমকী থানায় এসে অভিযোগ জানালে পরর্বতীতে বিষয়টা আমলে নিয়ে অফিসার ইনর্চাজ, দুমকী থানা মামলা রুজু করে। যার মামলা নং ০৯ (২৮/১২/২০২২ ইং)।

গ্রেফতারকৃত আসামী মোঃ রিয়াজ হাওলাদার (২২) পটুয়াখালীর বদরপুরের মোঃ রাজা হাওলাদার এর ছেলে।

পুলিশ ও এজাহার সুত্রে যানাযায়, এজাহার নামীয় আসামী প্রায় সময়ই স্কুলে যাওয়া আসার পথে ভিকটিম ফারজানা আক্তার (১৪) (ছদ্মনাম) কে বিরক্ত করতো এবং বিভিন্ন সময় প্রেমের কুপ্রস্তাব দিত। বিষয়টি গ্রেফতারকৃত আসামীর পরিবারকে জানাইলে সে আরো ক্ষিপ্ত হয়ে যায়। পরর্বতীতে সে সুযোগমত ঘটনার দিন ইং ১৭/১২/২০২২ তারিখ  অনুমান ০৯ঃ৩০ ঘটিকার সময় ভিকটিম ফারজানা স্কুলে যাওয়ার পথে  আসামি পরিচিত কয়েকজনের সহায়তায় ভিকটিমের  ইচ্ছার বিরুদ্ধে মাইক্রো গাড়িযোগে অপহরণ করিয়া অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

যার পরিপ্রেক্ষিতে অদ্য ইং ২৯/০৩/২০২৩ ১২:৩৫ ঘটিকায় র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজা এর নের্তৃত্বে পটুয়াখালী জেলার সদর থানার বসাক বাজার এলাকা হতে এজাহার নামীয় ১ নং আসামী মোঃ রিয়াজ হাওলাদার (২২)কে গ্রেফতার করে।

পটুয়াখালী জেলার দুমকী থানায় পরবর্তী কার্যক্রমের জন্য হস্তান্তর করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা