December 7, 2024, 3:35 pm

গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভবন নির্মাণের চেক হস্তান্তর

সাজ্জাদ আহমেদ মাসুদ, গলাচিপা, পটুয়াখালী

দীর্ঘ অপেক্ষার পর গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের চারতলা বিশিষ্ট ভবন নির্মাণের জন্য কেন্দ্রীয় কমিটির অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার (২৮ মার্চ) কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ তাঁর ঢাকা বনানীর কার্যালয়ে এমপি এসএম শাহজাদার কাছে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার পক্ষে ৬৭ লাখ টাকা নির্মাণ ব্যয়ের মধ্যে প্রথম কিস্তির ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন।

এ সময় গলাচিপা ও দশমিনা উপজেলা আওয়ামী লীগের সভাপতি/সম্পাদকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেন গলাচিপা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে।
এতে গলাচিপা তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীর মধ্যে খুশির আমেজ বইছে।

আরও পড়ুন- গলাচিপায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী গলাচিপা উপজেলার কৃতি সন্তান ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবুল হোসেন বলেন, ‘আওয়ামী লীগের মূল শক্তি তৃণমূল আওয়ামী লীগ। গলাচিপা উপজেলা আওয়ামী লীগ কার্যালয় ভবন নির্মাণে কেন্দ্রীয় কমিটির অনুদানের চেক হস্তান্তরের জন্য গলাচিপার তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মী ও সমর্থকদের পক্ষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হানির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা