পটুয়াখালীর সদর থানা এলাকার মরিচবুনিয়ায় র্যাব-৮ ( পটুয়াখালী ) অভিযান পরিচালনা করে ১(এক) বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আল আমিন (৩২)কে গ্রেফতার করে।
বুধবার ২২ সেপ্টেম্বর পটুয়াখালীর মরিচবুনিয়া এলাকায় থেকে (জিআর মামলা নং-৪৩/১৮) ,ধারা-১৯৯০ সনের মাদক নিয়ন্ত্রণ আইনের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমিন (৩২) পটুয়াখালীর সদর থানার ৫নং ওয়ার্ড শ্রীরামপুর এলাকার মৃত আলাউদ্দিন খান এর ছেলে।
আরও পড়ুন- সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাকেরগঞ্জের তিন শিক্ষার্থীর
র্যাবের আভিযানিক দল লেঃ কমান্ডার মোঃ শহিদুল ইসলাম,(এস), পিসিজিএমএস, বিএন প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাত ১২ টায় পটুয়াখালী জেলার সদর থানার মরিচবুনিয়া এলাকায় (জিআর মামলা নং-৪৩/১৮) ,ধারা-১৯৯০ সনের মাদক নিয়ন্ত্রণ আইনের এক বছরের সাজা প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী জেলার সদর থানার (জিআর মামলা নং-৪৩/১৮, ধারা -১৯৯০ সনের মাদকদ্রব্য আইনের ১৯(১) এর মূলে হস্তান্তর করা হয়।