পৈত্রিক জমিতে মাটি কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের দ্বন্দ্বে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টায় পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল প্যাদা (৫০) ওই গ্রামের চন্দন প্যাদার ছেলে।
ঘটনার পর থেকে ছোট ভাই আল আমিন (৪০) পলাতক ও গ্রেফতার মেঝো ভাই জাফর প্যাদাকে (৪৫) ওই চন্দন প্যাদার ছেলে।
আরও পড়ুন- গলাচিপায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
পরিবার সূত্র জানা গেছে, সকাল ১০টায় একটি গোয়াল ঘর তৈরির জন্য মাটি কাটতে যান বাবুল প্যাদার ছেলে খোকন প্যাদা বাড়ীতে। এসময় বাবুল প্যাদার ছোট ভাই আল আমিন প্যাদা খোকন প্যাদার মাটি কাটার কাজে বাধা দিলে তাদের মধ্যে তর্কবিতর্ক হয় এক পর্যায়ে আল আমিন প্যাদা বড় ভাই বাবুল প্যাদাকে রেইনট্রি গাছের চ্যালা দিয়ে আঘাত করেন। এক পর্যায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোণিত কুমার গায়েন জানান, বাবুল প্যাদার মেঝো ভাই জাফর প্যাদাকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আর পলাতক আল আমিনকে গ্রেফতারে পুলিশের কয়েকটি টিম কাজ করছে।