পটুয়াখালীর গলাচিপায় গাঁজাসহ দুই মাদক (গাঁজা) ব্যবসায়ীকে এক কেজি ৮ শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯.৩০ মিনিটে রতনদি তালতলী ইউনিয়নের বদনাতলী খেয়া ঘাট হতে ধৃত আসামীদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- গণসংবর্ধনায় সংবর্ধিত হলেন লে. জেনারেল (অব.) আবুল হোসেন
গ্রেফতাকৃত ধৃত আসামীরা হলো- ১. মোঃ আরিফ হোসেন (২১) ডাকুয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের পূর্ব আটখালীর আলমগীর হাং এর ছেলে, ২. রাব্বি (২২) ৮ নং ওয়ার্ডে গুপ্তেরহাওলা মৃত সবুজ হাওলাদার এর ছেলে।
প্রেস ব্রিফিংএ জানাবো হয়, পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মো. সাইদুল ইসলাম বিপিএম, পিপিএম মহোদয়ের গোপন সংবাদের ভিত্তিতে তাহার প্রত্যক্ষ নির্দেশে পটুয়াখালী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আহমাদ মাইনুল হাসান মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ গলাচিপা থানা শোনিত কুমার গায়েন এর নেতৃত্বে বর্ণিত ঘটনাস্থল হতে ধৃত আসামীদ্বয়ের নিকট হতে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- বালতির পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েন বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।