বরগুনার বেতাগী উপজেলায় জমকালো আয়োজনের মধ্যে দিয়ে মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত শনি ও রবিবার দুইদিন যাবত মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ম্যানেজিং কমিটির সভাপতি মো, নাসির উদ্দিন মারুফ এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আনোয়ার হোসেন এর আমন্ত্রণে এই অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (বরগুনা -২) আসনের বারবার নির্বাচিত সাংসদ সদস্য আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন (এমপি) ।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব শওকত হাচানুর রহমান রিমন তার বক্তব্যে তিনি বলেন, ঋতুরাজ বসন্তের পরশে, তরুলতায় বৃক্ষাদি যখন নব পল্লব ও পুষ্প সাজে সজ্জিত ঠিক সেই শুভক্ষণে এই অনুষ্ঠান। আমি এই অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত কামনা করছি।
এসময়ে উপস্থিত ছিলেন, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বেতাগী মেয়র- আলহাজ্ব এ বি এম গোলাম কবির, বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান, বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও)সুহৃদ সালেহীন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো,আমিরুল ইসলাম পিন্টু,জেলা পরিষদ সদস্য বাবুল আক্তার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম,সংরক্ষিত মহিলা সদস্য মোসা,শিমু আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহীদুর রহমান, ৪ নং মোকামিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গাজী জালাল আহম্মেদ, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান নাহিদ মাহমুদ হোসেন লিটু,ও গোলাম কিবরিয়া সহ স্থানীয় ব্যাক্তিবর্গ এসময়ে উপস্থিত ছিলেন।