পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকান্ডের কারণে ৬টি বসতঘর মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১০টায় গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মুসলিম পাড়ায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ২ টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এতে শামসুল হক খান, আবদুল লতিফ, আবদুল জব্বার, নুরুল ইসলাম, সৌরভ আলীর ঘর পুরোপুরি ও মনু মিয়ার ঘর আংশিক পুড়ে যায়। আগুন লাগার সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট বলে ধারণা করছেন স্থানীয়রা।
খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ্, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল, পৌর মেয়র আহসানুল হক তুহিন ও গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুকনো খাবার ও কম্বল বিতরণ করেন।