পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় রবিবার রাতে সাহা বাড়ির সামনে থেকে একজনকে গাঁজাসহ গ্রেফতার করেছে গলাচিপা থানা পুলিশ।
গ্রেফতারকৃত আবির সাহা (২০) পৌরসভার সাহা বাড়ির অনাথ সাহার ছেলে।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাহা বাড়ির সামনের পাকা সড়কের পাশে নিজ পার্সের দোকানের সামনে থেকে দৌড়ে পালানোর সময় আবিরকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন- গ্রামীণ ব্যাংকের কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে আত্নহত্যা
এ সময় তার শরীর তল্লাশি করে পরনের লুঙ্গির ডান কোচ থেকে খবরের কাগজে মোড়ানো ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। সোমবার সকালে আসামীকে গলাচিপা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়।