পটুয়াখালীর গলাচিপায় নাগরিকদের ওয়াস, পুষ্টি ও স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য ও সেবা সচেতনতা বৃদ্ধিমূলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী।
আরও পড়ুন- পুলিশ সুপারের দক্ষতায় চোরাই গরুসহ আটক ৩
এছাড়াও ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দিন ও মো. মাসুদ রানাসহ সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ কর্মশালায় উপস্থিত ছিলেন।।