পটুয়াখালীর গলাচিপায় ছোটশিবা গ্রামের বাবুল ফকিরের মেয়ে কিশোরী স্বপ্না আক্তারের (১২) খুনি একই এলাকার সোবাহান সরদারের ছেলে রেজাউল সরদারের (৩৮) ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে।
রবিবার বেলা ১১টায় উপজেলার চরকাজল ইউনিয়নের চরশিবা গ্রামের সোমবাড়িয়া বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে জনপ্রতিনিধি, সমাজসেবক, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সমাজসেবক মো. শাহিন গাজী, মো. দুলাল গাজী, মো. পরান বিশ্বাস প্রমুখ। বক্তারা স্বপ্নার খুনি রেজাউলকে আইনের আওতায় এনে ফাঁসি দিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি শনিবার বিকেলের দিকে দাদির সাথে বাড়ির পাশে ক্ষেতে কলাই শাক তুলতে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পরে পার্শ্ববর্তী খাল থেকে পুলিশ স্বপ্নার লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ মামলার একমাত্র আসামি রেজাউলকে গত ১৫ জানুয়ারি রবিবার রাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়।