বরিশাল সদর উপজেলা বন্দর থানাধীন টুংগীবাড়িয়া ইউনিয়ন ৩ নং ওয়ার্ড লাহারহাট (মহসিন মিয়ার) বাড়ির সামনে মানসিক ভারসাম্যহীন এক যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে।
শনিবার ২৬নভেম্বর দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় সড়ক দুর্ঘটনায় ঘটনা স্থানেই মৃত্যু হয়।
বন্দর থানা সুত্রে জানা যায়,বন্দর থানাধীন ৩নং ওয়ার্ড সায়েম মল্লিকের বাড়ির সামনে (চৌদ্দ চাকার ট্রলী) পার্কিং করা ছিলো।
আরও পড়ুন- সালথায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত!
দুপুরে বরিশালের উদ্দেশ্য রওনা দিলে রাস্তার পাশে ভাসমান এক পাগলকে ঘাতক গাড়ীর ড্রাইভার পিছনের চাকায় পিষ্ট দিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে চরমোনাই ব্রিজের সামনে থেকে ঘাতক গাড়ী ও ড্রাইভারকে আটক করে থানায় নিয়ে যায়।
বিষয়টি স্থানীয়রা জানালে ঘটনা স্থালে গিয়ে মৃত্যু দেহটি উদ্ধার করে সুরতহাল করার জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এবিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান (আসাদ) জানান, বিষয়টি স্থানীয় ভাবে শুনে পুলিশ পাঠানো হয়েছে ও চরমোনাই ব্রিজের রাস্তার উপর থেকে ঘাতক গাড়ী ও ড্রাইভারকে গ্রেফতার করা হয়েছে।