বরগুনা সদর উপজেলার ৯নং এম.বালিয়াতলী ইউনিয়নের আলীস্যার মোড় এলাকা থেকে আবু হানিফের ছেলে ইব্রাহীম নামের এক চা বিক্রেতা কে ২৫২ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
রোববার ( ১২ ই সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে তাকে আটক করা হয়।
জানা যায়- আটককৃত ইব্রাহিম এক জন চা বিক্রেতা। গোপন সংবাদের ভিওিতে পুলিশ তার দোকান থেকে ২৫২ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে- কোন এক গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ কে, এম, তারিকুল ইসলামের নেতৃত্বে এসআই দেবাশীষ হাওলাদার ও এসআই সোহেল খান ইব্রাহিমের নিজের চায়ের দোকান থেকে তাকে আটক কর হয়।
আরও পড়ুন- পুলিশের অভিযানে হিরোইনসহ এক যুবক গ্রেফতার
এবিষয়ে বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) কে, এম, তারিকুল ইসলাম জানান- কোন এক গোপন সংবাদের ভিওিতে আমাদের সোর্সের মাধ্যমে আমরা এবিষয়টি অবগত হই। পরে ঘটনার সত্যতা যাচাই করতে গিয়ে আমরা আলিস্যার মোড় এলাকায় ইব্রাহিমের চায়ের দোকানে অভিযান চালাই। এসময় তার দোকান থেকে ২৫২ পিস ইয়াবাসহ তাকে আটক করে আমরা থানায় নিয়ে আসি।
তিনি আরও বলেন– এব্যাপারে তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে এবং এছাড়াও তার বিরুদ্ধে অন্য কোন মামলা রয়েছে কিনা আমরা তা তদন্ত করে দেখব বলেও তিনি জানান।