ঝালকাঠির নলছিটিতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি’র জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (১৫ ই নভেম্বর) মাগরিব নামাজ বাদ উপজেলা কেন্দ্রীয় মসজিদে দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পৌর শহরের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি ড. এসকেন্দার আলী খান, যুবলীগ নেতা আবুল কাশেম বাবলু,মো. শামিম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. অনিক সরদার, সাধারণ সম্পাদক প্রিন্স এছাড়াও উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাত পরিচালনা করেন, কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মোঃ আবু সালেহ। আয়োজনে ছিলেন যুবলীগের সংগঠক সৈয়দ শাওন ইসলাম বাবু।
এসময় আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।