“দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা ফায়ার স্টেসনের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় নলছিটি উপজেলা ফায়ার সার্ভিসের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ খান ও নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত রমনি মিস্ত্রি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফায়ার সার্ভিসের স্টেসন অফিসার (ভার) মোঃ সালাউদ্দিন মিয়া।
প্রভাষক ও সাংবাদিক মোঃ আমির হোসেন’র সঞ্চালনায় অনান্যদের মধ্যো বক্তব্য রাখেন উপজেলা আ’লীগ’র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার মুজিবুর রহমান, নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ বাহাউদ্দীন, সাংবাদিক মনিরুজ্জামান, তপন কুমার দাস প্রমুখ।