ঝালকাঠির নলছিটিতে ইটভাটার মাটি চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১১ নভেম্বর ) সকালে উপজেলার পৌর এলাকার সারদল এম আর ব্রিক ফিল্ডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সুকুমার মন্ডল (৪৫) সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার পরানপুর এলাকার বলাই মন্ডলের ছেলে।
আরও পড়ুন – একসঙ্গে জন্ম নেয়া তিন শিশুর মৃত্যু
পুলিশ ও স্থানীয়রা জানান,ওই ব্রিক ফিল্ডে মাটির কাজ করার সময় উপর থেকে মাটি তার উপরে পড়ে। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসানত অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি।