নলছিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি পরীক্ষার্থিদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ নভেম্বর) দুপুর সারে ১২ টায় বিদ্যালয়ের মিলনায়তনে প্রতিষ্ঠান প্রধান মোহম্মদ জলিলুর রহমান আকন্দ’র সভাপতিত্বে বিদায় সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সভাপতি ও উপজেলা আ’লীগের দপ্তর সম্পাদক ডাক্তার ইউসুফ আলী তালুকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মিলন কান্তি দাস, গভর্নিং বডির নব নির্বাচিত সদস্য মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মানছুরা বেগম, শাহনাজ রহমান, বিন ই আমিন, কলেজ শাখার শিক্ষক জহির হোসেন স্বপন, আহসান কবির সুমন, আইরিন পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজ শাখার শিক্ষক মোঃ শামিম মল্লিক প্রমুখ।