আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২১ এর এবারের প্রতিপাদ্য ‘মানব-কেন্দ্রিক পুনরুদ্ধারের জন্য সাক্ষরতা ঃ ডিজিটাল বৈষম্য হ্রাস’ (লিটারেসি ফর আ হিউম্যান-সেন্টার্ড রিকভারি ঃ ন্যারোয়িং দ্য ডিজিটাল ডিভাইড) এ শ্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবারবেলা ১১ টায় উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রকল্পের কর্মকর্তা মো. সরোয়ার হোসেন,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. অলি উল্লাহ,উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন,গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মু. নিজাম উদ্দিন,প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমূখ। এছাড়া বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্কুল, কলেজ, মাদ্রাসা এবং এনজিও প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।