“কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারাদেশের ন্যায় গলাচিপাতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে-২০২২।
শনিবার (২৯ অক্টোবর) সকালে গলাচিপা থানা পুলিশের আয়োজনে প্রধান অতিথি হিসেবে কেক কেটে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করেন জনাব মোঃ মোরশেদ তোহা, সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল । এবং বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
এ অনুষ্ঠানে সভায় সভাপতিত্ব করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ শোনিত কুমার গায়েন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মোরশেদ তোহা, সহকারী পুলিশ সুপার, গলাচিপা সার্কেল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ শাহিন শাহ্, গলাচিপা পৌরসভার মেয়র জনাব আহসানুল হক তুহিন, গলাচিপা উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক জনাব সন্তোষ চন্দ্র দে এছাড়াও উপস্থিত ছিলেন বনিক সমিতির সাধারন সম্পাদক তাপস দত্ত, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গলাচিপা থানার অফিসার ও ফোর্সগন প্রমূখ।