পটুয়াখালীর গলাচিপায় ইসলামিয়া ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধন করেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শহরের শেরেবাংলা রোডে এ ক্লিনিকটির উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা।
ক্লিনিকের পরিচালক ডা. নাঈমা কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম, গলাচিপা সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফোরকান কবির, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম, ডা. আব্দুল খালেক ও গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়।
এছাড়াও জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও ক্লিনিকের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।