দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হলো বরগুনার বামনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ।
এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাড,আফজাল হোসেন তার বক্তাব্যে বললেন বিএনপি লাশের রাজনিতী করে অন্য কিছু নয়।
সোমবার (২৬ সেপ্টেম্বর)বিকাল ৪টায় বামনা সরকারি সারওয়ারজান মডেল স্কুল মাঠে আলোচনা সভার মধ্য দিয়ে সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। সম্মেলনস্থল সাজানো হয়েছে বিভিন্ন নেতাদের শুভেচ্ছা ব্যানার দিয়ে। বামনা উপজেলা আ.লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ পেতে জোর তৎপরতা লক্ষ্য করা যায় স্থানীয় প্রায় অর্ধশত নেতাদের। তবে অভিযোগ রয়েছে বামনা উপজেলার ৪টি ইউনিয়নের সদর ইউনিয়ন কমিটি ও এর আওতাধীন কোন ওয়ার্ড কমিটি ঘোষনা না দিয়েই বামনা উপজেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
এছাড়াও রামনা ইউনিয়ন সম্মেলনে বিশৃঙ্খলা দেখা দিলে কাউন্সিল সম্মপন্ন না করে পূর্বের কমিটি বহাল রাখা হয়। ফলে এই দুই ইউনিয়নের নতুন নেতৃত্ব প্রত্যাশীরা কিছুটা ক্ষুব্ধ হলেও দীর্ঘ সময় পরে বামনা উপজেলা আওয়ামীলীগের এ সম্মেলনকে ঘিরে তৃনমূল নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
জানা যায়, ২০১২ সালের ১৪ ফেব্রুয়ারী বামনা ডিগ্রি কলেজ মাঠে সর্বশেষ সম্মেলন আয়োজন করেন দলটি। ওই সময় প্রথম অধিবেশ শেষ হলেও কোন কাউন্সিল অধিবেশন হয়নি। এর দুই বছর পরে পূর্বের কমিটি’র সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বপদে বহাল রেখে বরগুনা জেলা আওয়ামীলীগ একটি কমিটি গঠন করে পাঠায়। এ আগে ২০০৪ সালে আনুষ্ঠানিক ভাবে বামনা উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে হারুন অর রশিদ সভাপতি ও সাইতুল ইসলাম লিটু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তারা প্রায় ১৮ বছর ধরে বামনা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দ্বায়িত্ব পালন করে আসছেন।
এদিকে দীর্ঘদিন পরে উপজেলা আওয়ামী লীগের নতুন নেতৃত্ব গঠনের সুযোগ হওয়ায় অনেক নেতাকর্মীরা ইতিমধ্যে পদ পেতে মরিয়া হয়ে ওঠেছেন। জেলা ও কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তাদের জোর লবিং-গ্রæপিং এখন শেষ পর্যায়ে। প্রত্যেক পদ প্রত্যাশী নেতাকর্মীদের শুভেচ্ছা ও পদ দাবি করে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুন সাঁটানো হয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মীর সমর্থকরা প্রচার-প্রচারণা চালাচ্ছেন। সম্মেলনের তারিখ ঠিক হওয়ার পর থেকেই দৌড়-ঝাঁপ করছেন ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের কাছে।
আরও পড়ুন- বামনায় দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হচ্ছে উপজেলা আ,লীগ সম্মেলন! চলছে নানা আয়োজন
উপজেলা আওয়ামীলীগের সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নতুন ও পুরাতন একাধিক নেতাদের নাম শোনা যাচ্ছে। এদের মধ্যে সভাপতি পদে বর্তমান সভাপতি এ্যাড হারুন অর রশিদ, বর্তমান সাধারণ সম্পাদক ও বামনা উপজেলা চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু মৃধা’র নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী কামরুজ্জামান ছগীর, উপজেলা আওয়ামীলীগ বর্তমান যুগ্ম সাধারণ ও সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম সাব্বির ফেরদৌস তালুকদার, বর্তমান যুগ্ন সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, যুগ্ন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম জোমাদ্দার, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম মহারাজ এর নাম।
বামনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আফজাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. সিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। সম্মেলনের উদ্বোধন করেন বরগুনা জেলা আওয়ামী লীগ সভাপতি বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।
প্রধান বক্তা ছিলেন বরগুনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির। আরও বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য শওকত হাসানুর রহমান রিমন, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ সুলতানা নাদিরা প্রমুখ।
এ বিষয়ে বামনা সদর ইউনিয়ন সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি মো. আবুল কালাম হাওলাদার বলেন, উপজেলা কাউন্সিলের আগেই ইউনিয়নের কাউন্সিল করার বাধ্যবাধকতা রয়েছে। তবে আমাদের একজন সদস্য তার নির্বাচনী ব্যস্ততার কারণে সম্মেলনটি করতে পারিনি। আশা করি উপজেলা কমিটির পরেই সদর ইউনিয়নের সম্মেলন হবে।
বামনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড হারুন অর রশিদ বলেন, অনেক প্রতিবন্ধকতার কারণে নিদ্দিষ্ট সময়ে সম্মেলন করা সম্ভব হয়নি। বিশেষ করে করোনা মহামারীতে আমরা কয়েকবার সম্মেলনের তারিখ পিছিয়েছি। এ রিপোর্ট লেখা পর্যন্ত কাউন্সিল সমাপ্ত না হওয়ায় নতুন কমিটির নাম ঘোষনা করা হয়নি।